প্রধান মেনু

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩১তম বৈঠক আজ জাতীয় সংসদভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি মো. মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পীর ফজলুর রহমান, মো. আব্দুল মতিন ও বেগম লুৎফা তাহের বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে সমাজসেবা অধিদফতরাধীন প্রতিষ্ঠানসমূহের নিবাসীদের স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, জাতীয় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণ, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে আউটসোর্সিং এবং দ্বিতীয় শ্রেণির সমাজসেবা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় প্রতিবেদন প্রস্তুতকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।  কমিটি বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতনভাতা প্রদানের লক্ষ্যে সরকারের নীতিমালা জরুরিভিত্তিতে চূড়ান্ত করণের সুপারিশ করে।

বৈঠকে দেশের ৮৫টি শিশু পরিবারের ১০ হাজার ৩’শ নিবাসীর মাসিক ভাতা ২৬শত টাকা থেকে ৩৫শত টাকা বৃদ্ধি করার প্রস্তাবটি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করা হয়।  কমিটি প্রতিবন্ধী স্কুল থেকে পাস করা ছাত্রছাত্রীদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে চাকুরির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদানের সুপারিশ করে।

এছাড়া শারীরিক প্রতিবন্ধীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রশিক্ষণ শেষে মৈত্রী শিল্পে চাকুরি এবং প্রশিক্ষণ উর্ত্তীণ প্রতিবন্ধীদের মাঝে জন প্রতি চার হাজার টাকা পুনর্বাসন অনুদান এবং দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বই বিতরণের সুপারিশ করে। সমাজকল্যাণ সচিব, মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।