সব জেলায় জয়িতা বিপনন কেন্দ্র স্থাপনের কাজ করছে সরকার -মেহের আফরোজ চুমকি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীরা অত্যন্ত টেকসই, মানসম্মত ও দৃষ্টিনন্দন অনেক পণ্যসামগ্রী উৎপাদন করে কিন্তু তা সঠিকভাবে বাজারজাত করতে না পারায় তার সুফল তারা পায় না। সরকার নারী উদ্যোক্তাদের এই সমাস্যা সমাধানে জয়িতা কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে দেশের প্রত্যেক জেলায় নিজস্ব অর্থায়নে জয়িতা নামে মার্কেট প্লেস তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছে। এর মাধ্যমে সরকার কোন ব্যবসা করবে না শুধু উদ্যোক্তাদের পণ্য বাজারজাত করার সুযোগ করে দিবে।
তিনি আজ রাজধানীর ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে জয়িতা বান্দরবানের কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বান্দরবান জেলার সদর উপজেলায় মেঘলা পর্যটন এলাকায় জয়িতা নামে ছয় তলা বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন বিপনন কেন্দ্র স্থাপন করা হবে। ইতোমধ্যে এর ভিত্তিপ্রস্তরও স্থাপন করা হয়েছে। যেখানে থাকবে ৫০ টির বেশি দোকান, ফুড কর্নার, চাইল্ড কর্নার, ক্লাব ঘর, মাল্টিপারপাস হল, প্রশিক্ষণ কক্ষ, পার্কিং ও অফিস রুম। আজকের সভায় এর ডিজাইন উম্মুক্ত করা হয়েছে। এই বিপনন কেন্দ্রে নারীরা তাদের পণ্যসামগ্রী বাজারজাত করবে কোন ভাড়া দিতে হবে না ।