সদরপুরে হাসপাতাল স্টাফ কোয়াটারের ৩ বাসায় চুরি
সদরপুর থেকে মোশাররফ হোসেন ॥ ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ তলার একটি বাসায় ও পাশের ২টি বাসায় গতকাল বুধবার দুপুরে ধুর্ধর্ষ চুরির ঘটনা ঘঠেছে। সংবদ্ধ চোরেরা ৩টি বাসা থেকে প্রায় নগদ ১ লাখ টাকা ও লক্ষ্যাধিক টাকার স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে সদরপুর থানায় একটি চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। সদরপুর হাসপাতালের টেকনোলোজিষ্ট বীরেণ কুমার সরকার জানান, সে হাসপাতালে ডিউটিরত অবস্থায় তার স্ত্রী চায়না সরকার দুপুর অণুমান সাড়ে ১২টায় তার বাচ্চাদের আনতে স্কুলে যায়। এ সুযোগে তার হাসপাতালের ৩য় তলার বাসার লক ভেঙ্গে চোর ঢুকে প্রায় ৫০ হাজার নগদ টাকার মালামাল নিয়ে যায়।
সিনিয়র স্টাফ নার্স হারিজুর রহমান কবির জানান, হাসপাতালের পাশের মোহাম্মদ চোকদারের মালিকাধীন তার ভাড়াটে বাসায় তাদের না থাকার সুযোগে দুপুর অণুমান সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে চুরি হয়। ষ্টেশনারী ব্যবসায়ী জিয়াউর রহমান জানান, মোহাম্মদ চোকদারের মালিকাধীন বাসায় তার ৩য় পরিবার নিয়ে বসবাস করে। দুপুর ১২টায় তার স্ত্রী বাচ্চাদের আনতে স্কুলে যায়। এ সুযোগে তার বাসায় চুরির ঘটনা ঘটে। নগদ প্রায় ৬০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে চোরের দল পালিয়ে যায়।