প্রধান মেনু

সদরপুরে স্কুল ছাত্রী ধর্ষকদের গ্রেফতার ও বিচারের দাবীতে উপজেলা চত্তরে মানববন্ধন

সদরপুর(ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটেরচর জনসংঘ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর গণধর্ষনের ঘটনায় আসামীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে গতকাল সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সদরপুর উপজেলা চত্তরে দাঁড়িয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে। মানববন্ধনে প্রায় ৫ শতাধিক উক্ত বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী শিক্ষক ও এলাকাবাসি অংশ গ্রহন করে। প্রায় ৩ঘন্টা মানববন্ধন অবস্থান করার পর মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে একটি স্বারক লিপি প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালালউদ্দিন উক্ত স্বারক লিপি গ্রহন করে। দুপুর ২টায় স্থানীয় সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন উক্ত মানববন্ধনে একাত্ততা ঘোষণা করে । মাননীয় সংসদ সদস্য আসামীদের ৭দিনের মধ্যে গ্রেফতারের জন্য প্রশাসনকে নির্দেশ দেন। মানবন্ধনে ছাত্র/ছাত্রীর শিক্ষক উপস্থিত জনগণের পক্ষ থেকে উপজেলা চত্তরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদের সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফফার মিয়া, ডেপুটি কমান্ডার মোঃ মোশাররফ হোসেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী শিকদারসহ বক্তরা প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, নির্ধারতি সময় সীমা মধ্যে আসামীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে কঠোর আন্দোলনের ঘোষণা দিবেন তারা।
মোশাররফ হোসেন
সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি