সদরপুরে শৈত্য প্রবাহে জনজীবন বিপর্যস্ত
সদরপুর (ফরিদপুর) মোশাররফ হোসেনঃ ফরিদপুরের সদরপুরে গত কয়েক দিনের টানা কুয়াশা ও শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত কালও সূর্যের দেখা মেলেনি উপজেলার চরাঞ্চলের দিন মজুর খেটে খাওয়া ছিন্নমূল মানুষ চরম দূরভোগে পড়েছে। শীত জনিত রোগ বালাই আক্রান্ত হচ্ছে বেশী শিশু ও বয়স্করা। শীত বস্র অভাবে আগুন জ্বালীয়ে শীত নিবারণ করছে। এব্যাপারে সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার জানান এপর্যন্ত সরকারি হিসেবে ৯টি ইউনিয়নে ২৯২৫ টি কম্বল বিতরণ করা হয়েছে।
« শৈলকুপায় পাউবো’র খাল দখলে প্রভাবশালীদের অবাধ বাণিজ্য (পূর্বের খবর)
(পরের খবর) জেঁকে বসেছে শীত »