সদরপুরে যুব দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বুধবার সকাল ১০টায় জাতীয় যুব দিবস উপলক্ষে ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ও যুব উন্নযন অধিদপ্তরের বাস্তবায়নে “যুবদের জাগরণ বাংলাদেশের উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণঢ্য যুব র্যালি উপজেলা সদর প্রদক্ষিন শেষে সকাল ১১টায় উপজেলা দরবার হলে গতকাল এক আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হারিজুর রহমান ও জিনিয়া নাজনীন কল্পনা।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, গ্রামীণ নারী উন্নয়ন সংগঠনের সভানেত্রী আলেয়া আক্তার, মুক্তিযোদ্ধা কমান্ডার ডাঃ এ গফ্ধসঢ়;ফার, সেপ্টোস ফোর এর সহ-সভাপতি নাসির উদ্দিন প্রিন্স প্রমুখ।
ফকির আল- মামু সদরপুর (ফরিদপুর)