প্রধান মেনু

সদরপুরে মন্দিরে অর্ধকোটি টাকার ৫টি মুুর্তি চুরি

ফরিদপুরের সদরপুর উপজেলার সদরের বাইশরশি গ্রামের বিনয় চক্রবর্তী বাড়ীতে বিপদ নাশনী ও নারায়ন মন্দির থেকে পাঁচ মুর্তি নগদ টাকা স্বর্ণ অলংকারসহ গত শনিবার গভীর রাতে চুরির ঘটনা ঘটেছে। যার আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে এলাকার বাসী ধারণা করেছে। বিষয়টি সদরপুর থানা পুলিশকে জানালে, গতকাল রবিবার সকালে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ ও এস আই অখিল চন্দ্র বিশ্বাস ঘটনা স্থল পরিদর্শন করেছে। জানাগেছে, উপজেলা সদরের বাইশরশি গ্রামের বিনয় চক্রবর্তীর বাড়ীতে অবস্থিত মন্দিরে গত শনিবার রাতে যেকোন সময় । সংঘবদ্ধ একদল দুষ্কৃতকারী মন্দিরের গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে রাধা মাধবের একটি কষ্টি পাথরের মুর্তি একটি নারায়নের ও রাধা গোবিন্দের অষ্ট ধাতুর তিনটি মুর্তি ও একটি পিতলের গোপালের মুর্তি নগদ অনুমান দশ হাজার টাকা এবং সাড়ে সাত ভরি স্বর্ণ অলংকার চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। মন্দিরের সেবায়েত বিনয় চক্রবর্তী জানান শবিবার দিবাগত রাত ১টার পরে যেকোন সময় চুরির ঘটনা ঘটেছে। এব্যাপারে বিনয় চক্রবর্তী বাদী হয়ে সদরপুর থানায় একটি সাধারণ ডাইরী করেছে। সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশিদ চুরির ঘটনা স্থল পরিদর্শন করে চুরির মালামাল উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানান।

(মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)