সদরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলা এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সদরপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে এক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিক উল্লাহ ও প্রেজেন্টেশন প্রদান করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ ফরহাদুল মিরাজ, উপজেলা মৎস্য অফিসার ফাতেমা আক্তার পান্না, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঃ মালেক মিয়া, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সেলিম মিয়া, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আরিফ হোসেন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার তালুকদার মোঃ সিরাজুল ইসলাম ও সাংবাদিক প্রভাত কুমার সাহা প্রমুখ।
উল্লেখ্য, আগামী ২৩ ডিসেম্বর ২০১৭ইং তারিখ উপজেলার ২২৮টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা ৬-১১মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান হবে। ছবি সংযুক্ত ঃ এ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখছেন সভাপতি উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার।
মোঃ মোশাররফ হোসেন ,সদরপুর (ফরিদপুর)