সদরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২ রাউন্ড) এর শুভ উদ্বোধন
ফরিদপুরের সদরপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে গতকাল সকাল ৮টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ শফিকউল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফরিদ আহামেদ, মেডিকেল অফিসার ডাঃ রেজিনা সুলতানা, মেডিকেল অফিসার ডাঃ আফরোজা আখতার, মেডিকেল অফিসার (ইউনানী) ডাঃ মুহাম্মদ আল হাদী, সাংবাদিক প্রভাত কুমার সাহা।
উল্লেখ্য, গতকাল শনিবার উপজেলার ২২৮টি টিকাদান কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ২১হাজার ৪শত ৭৫জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ছিল। এর মধ্যে ৬-১১মাস বয়সী ১হাজার ৯শত ৬৮জন শিশুকে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১৯হাজার ৫শত ৭জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।
মোঃ মোশাররফ হোসেন ,সদরপুর (ফরিদপুর)