প্রধান মেনু

সদরপুরে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

ফরিদপুরের সদরপুর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বেগম রোকেয়া দিবস-২০১৭ ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হয়। এ উপলক্ষে গতকাল শনিবার সকালে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনের উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ দরবার হলে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে আলোচনা সভা ও জয়িতা অন্বেষণে বাংলাদেশ আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা কৃষি অফিসার মোঃ ফরহাদুল মিরাজ, সদরপুর থানার প্রতিনিধি এস.আই. অখিল কুমার বিশ্বাস, বিশ্ব জাকের মঞ্জিল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেফালী খানম, লোহারটেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ জায়েদুর রহমান খান।

পরে বেগম রোকেয়ার স্বপ্ন ও জেন্ডার সমতা পারিবারিক রীতিনীতি ও দৃষ্টিভঙ্গি শীর্ষক ৫ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ৫ জন জয়িতাদের সংবর্ধনায় মাঝে সম্মাননা প্রদান করা হয়। ৫ জন জয়িতারা হচ্ছেন অর্থনৈতিকে সাবলম্বী হালিমা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে রেহেনা, সফল জননীতে সিরিয়া বেগম, নারী নির্যাতনের পিছনে মুছেফেলে নতুন জীবন ফেরে আসায় তানিয়া আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় ছালেহা বেগমকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও সদরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করেন।

মোশাররফ হোসেন সদরপুর (ফরিদপুর)