প্রধান মেনু

সদরপুরে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৮ পালিত।

মোঃ মামুন অর রশিদ সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: আজ ৩০ শে সেক্টম্বর  সকালে ফরিদপুর সদরপুর উপজেলা স্বাস্হ্য বিভাগের উদ্যেগে বিশ্ব জলাতঙ্ক দিবস ২০১৮ উৎযাপন করা হয়। এ উপলক্ষে বর্নাট্য রেলির আয়োজন করা হয়। বর্নট্য রেলির নেতৃত্ব প্রদান করেন উপজেলা স্বাস্হ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ মোঃ শফিক উল্লাহ। রেলিশেষে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা  সভার আয়োজন করা হয়। ডাঃ মোঃ শফিক উল্লাহ তার বক্তব্যে বলেন জলাতঙ্ক সম্পরকে সবাইকে জানাতে হবে এবং সবাইকে সচেতন করতে হবে ।

এবারের জলতাঙ্ক দিবসের প্রতিপদ্য বিষয় ছিল  জলাতাঙ্ক সম্পর্কে অপরকে জানান, জীবন বাচান । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ মোহাম্মদ ওমর ফয়সাল,  ডাঃ মোঃ ফরিদ আহমেদ ডাঃ রোজিনা সুলতানা লাইজু প্রমুখ।