সদরপুরে ফলদ বৃক্ষ ও বৃক্ষমেলার উদ্ধোধন
সদরপুর (ফরিদপুর) থেকে মোশাররফ হোসেনঃ ফরিদপুরের সদরপুর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে গতকাল রবিবার দুপুরে সদরপুর উপজেলা চত্তরে ৩ দিনব্যাপী ফলদ ও বৃক্ষমেলার উদ্ধোধন করেণ উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কৃষি মেলার মঞ্চে উপজেলা কৃষি অফিসার বিধান রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মিঃ বিধান রায়, সভা পরিচালনা করেণ কৃষি উপ-প্রকৌশলী মোঃ আব্দুল কুদ্দুস, বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালালউদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফফার মিয়া প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন বৃক্ষচাষীরা।