প্রধান মেনু

সদরপুরে পরিত্যাক্ত বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ গত মঙ্গলবার ফরিদপুরের সদরপুর উপজেলার আকোটের চর ইউনিয়নের কাপাশিয়া বিলপাড়া গ্রামের নুরুল ইসলামের পরিত্যাক্ত বাড়ি থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় একজনের মৃতদেহ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম সেখ আজিজ (৩৫)।

সে ভাষানচর ইউনিয়নের মুন্সি গ্রামের মৃত সেখ লাল মিয়ার পুত্র। সদরপুর থানার এস আই বাদশা মিয়া জানান গত মঙ্গলবার দুপুরে এলাকবাসীর সংবাদের ভিত্তিতে আকোটের চর নুরুল ইসলামের পরিত্যক্ত বাড়ি থেকে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় আজিজের লাশ উদ্ধার করে থানায় এনে ঐ দিনই পোষ্টমটেম এর জন্যে ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে ভাষানচর ইউপি চেয়ারম্যান মোঃ ছমির বেপারী জানান সেখ আজিজ তার প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতেই বসবাস করত। ঘটনার দিন আজিজ তার স্ত্রীকে বেদম মারপিট করে। তার স্ত্রীর চিৎকারে প্রতিবেসীরা এগিয়ে আসলে আজিজ পালিয়ে যায়। পরে বিকেলে খবর পাই আজিজ গলায় রশি দিয়ে আত্বহত্যা করেছে। এব্যাপারে সদরপুর থানায় অপমৃত্যূ মামলা রূজু হয়েছে। মামলা নং- ২৪/১৭, তাং- ১৩-১২- ২০১৭ইং।