সদরপুরে নিরাপদ অভিবাসন উপলক্ষে এক কর্মশালা অণুষ্ঠিত
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণপুর ইউনিয়ন পরিষদে ইএসডিওর আয়োজনে নিরাপদ অভিবাসন উপলক্ষে গতকাল বুধবার দিনব্যাপী এক কর্মশালা অণুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় চরবিষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোয়াজেম হোসেনের সভাপতিত্বে অণুষ্ঠিত সভায় প্রশিক্ষণ প্রদান করেন জেলা সমন্বয়কারী মোঃ আমানুল হক আমান, মোঃ বিনিয়াজ রহমান প্রমুখ। কর্মশালায় চরবিষ্ণপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যগণ, সাংবাদিক ও সুধীমহল সহ প্রায় ৪০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেণ।
মোশাররফ হোসেন সদরপুর (ফরিদপুর)
(পরের খবর) স্পিকারের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ »