সদরপুরে তিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধণ
ফকির আল মামুন ,সদরপুর(ফরিদপুর)সংবাদদাতাঃ “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয় আলোকে ফরিদপুরের সদরপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে গণভবন থেকে একযোগে সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালীবের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়।
ওই সময় র্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশীদ, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শফিক উল্লাহ, কৃষি কর্মকর্তা মোঃ ফরহাদুল মিরাজ, মৎস্য কর্মকর্তা ফাতেমা আক্তার পান্না, প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ মাহফুযুল হক, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,শিক্ষা কর্মকর্তা মোঃ মালেক মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এহসান মিয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, উপজেলা প্রকৌশলী সৈয়দ নিজামদ্দিন আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ আরিফ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য, সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল, মোঃ ছমির বেপারী, মোঃ নাসির উদ্দিন সরদার, মোঃ বিল্লাল হোসেন ফকির, মোয়াজ্জেম হোসেন, মনিরুল ইসরাম মুরাদ,মোঃ আইয়ুব আলীসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। মেলায় বিভিন্ন দপ্তরের ৪১টি স্টল প্রর্শণের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরা হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ এলাকায় লোকজন ভিড় জমাচ্ছে।