সদরপুরে জাতীয় ইন্টারনেট সপ্তাহের উদ্বোধণ
ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইন্টানেট সপ্তাহ ২০১৭ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ দরবার হলে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান। জাতীয় ইন্টারনেট সপ্তাহ মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস, মাধ্যমিক স্কুল ইউনিয়ন পরিষদ ও এনজিওসহ প্রায় ৫০টি স্টল অংশ গ্রহন করেন। উদ্বোধন শেষে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ভূমিকা শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের সভাপতিত্বে সেমিনারে স্বাগত রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালালউদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কাকলী মূখপাধ্যায় উপ অধ্যক্ষ প্রফেসর শাসচু নাহার, উপজেলা সহকারি কমিশনার ভূমি মোঃ সারোয়ার হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আরিফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফফার মিয়া প্রমুখ।
ছবি সংযুক্তঃ সদরপুর, ফরিদপুর ঃ: জাতীয় ইন্টারনের সপ্তাহের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান-
(মোঃ মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)