সদরপুরে জাতীয় সমাজসেবা দিবসে র্যালী ও আলোচনা সভা
সদরপুর(ফরিদপুর)সংবাদদাতাঃ
“সমাজ সেবার উদ্ভাবন,এবার সেবায় ডিজিলাইজেশন” নারী প্রতিপাদ্য বিষয়ের আলোকে ফরিদপুরের সদরপুরে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষ্যে সমাজসেবা কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালীবের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হারিজুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ মাহফুযুল হক, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য,সমবায় কর্মকর্তা মোঃ হারুনুর রশীদ,মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান,শিক্ষা কর্মকর্তা মোঃ মালেক মিয়া প্রমুখ।