সদরপুরে এম্বুলেন্স-এ ডাকাতি রোগীকে পিটিয়ে হত্যা আহত-৫
ফরিদপুরের সদরপুরে রোগী পরিবহন এম্বুলেন্স এ গভীর রাতে ডাকাতিকালে হিরা আক্তার (১৬) নামের এক সর্প দংশনের রোগীকে পিটিয়ে হত্যা ও সহযোগী ৫ জন কে মারপিটে আহত, নগদ টাকা , ৫টি মোবাইল সেট ডাকাতি করে নেয়ার ঘটনা ঘটেছে । নিহত হিরা আক্তার সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মটুকচর গ্রামের আঃ মান্নান মিয়ার কন্যা । এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত অনুমান পৌনে ২ টায় সদরপুর- টেপাখোলা সড়কের কৃষ্ণপুর বাজার সংলগ্ন সদরপুর- নগরকান্দা সীমান্তের নগরকান্দার উপজেলার রামনগর ইউনিয়নের লেংড়ার মোড় বাজার এলাকায়।
নিহতের পিতা মটুকচর গ্রামের আঃ মান্নান জানান তার কন্যা হিরা আক্তার (১৬) কে শনিবার দিবা গত রাত অনুমান ১২ টায় বসত ঘরে ঘুমুন্ত অবস্থায় বিষধর সর্পে দংশন করে। আক্্রান্ত অবস্থায় তাকে বিশ্বজাকের মঞ্জিল হাসপাতালে ভর্তি করি । সেখানে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে । সেখান থেকে ঢাকা- ছ-৭১-০২৩৪ নং একটি এম্বুলেন্স যোগে হাসপাতালে যাওয়ার পথে উক্ত স্থানে ডাকাতের কবলে পড়ে । এ সময় ডাকাতরা লাঠি দিয়ে পিটিয়ে তার অসুস্থ্য মেয়েকে হত্যা করে ও অন্য ৫জন কে পিটিয়ে আহত করে তাদের সর্বস্ব কেড়ে নেয় । এ ব্যাপারে এম্বুলেন্স এর ড্রাইভার জালাল হোসেনের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন ।
(মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)