সদরপুরে এক যুবকের লাশ উদ্ধার করলো পুলিশ
ফকির আল মামুন,সদরপুর(ফরিদপুর)সংবাদদাতাঃ ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দড়িকৃষ্ণপুর গ্রাম থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এক যুবকের লাশ উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। মরদেহ উদ্ধারকৃত ওই যুবকের নাম কুদ্দুস মৃধা(৩৫)। সে কৃষ্ণপুর ইউনিয়নের দড়িকৃষ্ণপুর গ্রামের আমির মৃধার পুত্র। এ ব্যাপারে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে নিহতের ছোট ভাই গিয়াস মৃধাসহ অন্যদের থানায় নেওয়া হয়েছে। ঘটনার বিষয় জানতে তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান সদরপুর থানার তদন্ত কর্মকর্তা সুব্রত গোলদার।
থানায় থাকা নিহতের ভাই গিয়াস মৃধা সাংবাদিকদের জানিয়েছেন, বৃহস্পতিবার রাত অনুমানিক ৩টার দিকে কুদ্দুস মৃধা ও তার স্ত্রী ফাহিমা বেগমের সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক মুহুর্তে কুদ্দুস তার স্ত্রী ফাহিমা বেগম কে মারধর করেন। ওই সময় স্ত্রী ফাহিমা বেগমের আত্মচিৎকারে আমাদের ঘুম ভেঙ্গে গেলে আমরা এগিয়ে আসি। ওই সময় কুদ্দুস দৌড়ে পালানোর চেষ্ঠা করলে বাড়ির পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা খায়।
পরে গুরুতর আহত অবস্থায় কুদ্দুস কে হাসপাতালে নেওয়ার জন্যে মাইক্রো আনা হয়। হাসপাতালে নেওয়ার আগেই বাড়িতে মারা যায় বলেও তিনি জানান। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আক্কাচ আলী জানান, লাশ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শেষে মরদেব ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার বিষয়ে জানান, এখনো পুরোপুরি কিছু বলা যাচ্ছেনা বলে জানান।
নিহত কুদ্দুসের দুই ছেলে ও একটি মেয়ে রয়েছে বলে পরিবার নিশ্চিত করেছে। নিহতের পেছনে কোনো অভ্যান্তরিন বিষয় রয়েছে কিনা তা খতিয়ে দেখতে অনুসন্ধ্যান করছে সদরপুর থানা পুলিশ। ছবিঃ সদরপুরে নিহত যুবক কুদ্দুসের লাশ ময়না তদন্তের জন্যে ফরিদপুর মর্গে পাঠানো হচ্ছে।