সদরপুরে ইউ.এন.ও এর হস্তক্ষেপে বাল্য বিবাহ বন্ধ

ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের হস্তক্ষেপে সদরপুর ইউনিয়নের চৌদ্দরশি গ্রামের খালেক বিশ্বাসের কন্যা নয়রশি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে ২০১৭ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষার্থী স্মৃতি আক্তারের বিবাহ বন্ধ করে দেয়া হয়। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার দুপুরে স্মৃতি আক্তারের বিয়ের আয়োজন থেকে মাতা হাচিনা বেগম ও পিতা খালেক বিশ্বাস ও নানাকে আটক করে এবং স্মৃতি আক্তারকে পরীক্ষা কেন্দ্র থেকে তার কার্যালয় নিয়ে আসে। পরে তাদেরকে বাল্য বিবাহের কুফল সম্পর্কে বুঝানোর পর নিজেদের ভুল বুঝতে পারায় মুচলেকা দিয়া সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুলের জিম্মায় দেয়া হয়।
মোশাররফ হোসেন সদরপুর (ফরিদপুর)