প্রধান মেনু

আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছবি – সদরপুর উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমান আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন।

ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে গতকাল বুধবার আন্তজার্তিক নারী দিবস ২০১৭ইং পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী চরবিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। র‌্যালীর শেষে উপজেলা নির্বাহী অফিসার রোকসানা রহমানের সভাপতিত্বে বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান, অন্যান্যদের মাঝে এবারের প্রতিপাদ্য বিষয় “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা” এর উপর বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন, চরবিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এইচ.এম মালেক, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ মাহাবুব চৌধুরী প্রমুখ।
(মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)



(পরের খবর) »