প্রধান মেনু

সদরপুরে আন্তজার্তিক সাক্ষরতা দিবস পালিত

ফকির আল মামুন ,সদরপুর প্রতিনিধি ॥ ফরিদপুরের সদরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে আন্তজার্তিক সাক্ষরতা দিবস-২০১৮ পালিত হয়। এ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান ও সহকারি কমিশনার (ভূমি) এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্তরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ দরবার হলে সহকারি কমিশানর (ভূমি) মোঃ জোবায়ের রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসারের প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন। বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দিন , উপজেলা কৃষি অফিসার বিধান রায়, উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাজ্জেল হোসেন প্রমুখ। ছবি সংযুক্তঃ সদরপুরে আন্তজার্তিক সাক্ষরতা দিবসের র‌্যালীর একাংশ।