প্রধান মেনু

সদরপুরে আজ শাহ্ চন্দ্রপুরীর পবিত্র বেছালত দিবস পালিত হচ্ছে

ফরিদপুরের সদরপুর উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ্সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহম্মেদ “ শাহ্চন্দ্রপুরী” নকশবন্দী মোজাদ্দেদী (রহঃ) পীর কেবলার আজ মঙ্গলবার পবিত্র বেছালত দিবস পালিত হচ্ছে। বেছালত দিবসে কোরআন থেকে তর্জমা, মিলাদ মাহফিল, পীরের অসিয়ত তরিকত ও পবিত্র রওজা জিয়ারতের মধ্যদিয়ে উদযাপিত হবে। উক্ত ধর্মীয় আনুষ্ঠানিকতায় দেশ-বিদেশের লাখ লাখ জাকেরান ও আসেকান কাফেলা যোগেযোগে দরবার শরীফে সমবেত হচ্ছে। এ উপলক্ষে গতকাল সোমবার বাদ আসর থেকে রওজা জিয়ারত ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সারারাত ইবাদত বন্দেগীর মধ্যদিয়ে অনুষ্ঠান শেষে আজ বাদ ফজর শাহচন্দ্রপুরীর রওজা জিয়ারত ও বিশ্বের মুসলিম উম্মার সুখ-শান্তি ও উত্তর উত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজত পরিচালনা করবেন গদীনশীন পীর শাহ্ সূফী সৈয়দ কামরুজ্জামান নকশবন্দী মোজাদ্দেদী আল-ওয়সী।

(মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)