সদরপুরে আইন-শৃংখলা সন্ত্রাস নাশকতা গ্রাম আদালত ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সভা অনুষ্ঠিত
ফরিদপুরের সদরপুরে গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদারের সভাপতিত্বে উপজেলা আইন-শৃংখলা, সন্ত্রাস নাশকতা, গ্রাম আদালত ও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা, সদরপুর থানার ওসি(তদন্ত) সুব্রত গোলদার।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দফতরের সকল সরকারি কর্মকর্তা, উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় সাংবাদিক ও কমিটির সদস্য বৃন্দ।
মোঃ মোশাররফ হোসেন সদরপুর (ফরিদপুর)