প্রধান মেনু

সদরপুরে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার দায়ে যুবক যুবতী গ্রেফতার

ফরিদপুরের সদরপুর উপজেলার চরমানাইর ইউনিয়নে গত সোমবার দিবাগত রাতে হাকিম মাতুব্বরের ডাঙ্গী গ্রামে অসামাজিক কার্যক্রমে জড়িত থাকার দায়ে আপত্তিকর অবস্থায় স্থানীয় জনগন সাথী আক্তার (৩০) ও উজ্জল তালুকদার (৩১) নামের দুই যুবক যুবতীকে আটক করে সদরপুর থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। এ ব্যাপারে স্থানীয় জনগনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকায় একজন সাবেক ইউপি সদস্য ও বর্তমান ইউপি সদস্যের জড়িত থাকার এলাকায় অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে সদরপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত সাথী আক্তার ও উজ্জল তালুকদারকে কোর্ট হেফাজতে প্রেরণ করেছে পুলিশ এলাকাবাসীর অভিযোগ চরমানাইর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য হক সাব খান ও সাবেক ইউপি সদস্য সিরাজ মাতুব্বর উক্ত সাথী আক্তারকে ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসে। পরে উপজেলার আড়িয়াল খাঁ গ্রামের জহির মোল্লার বাড়িতে রেখে স্থানীয় যুবকদের নিকট ভাড়া দেয়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে জনগন ক্ষিপ্ত হয়ে আপত্তিকর অবস্থায় সাথী ও উজ্জলকে আটক করে। হক মেম্বর তার মোটর সাইকেল রেখে পালিয়ে যায়।

এ ব্যাপারে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী জানান- ঘটনা সত্য। উক্ত মেম্বরের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ কিছু সংখ্যক দৃস্কৃতকারী বিভিন্ন স্থান থেকে মেয়ে ভাড়া করে এনে দেহ ব্যবসা করে আসছে। সদরপুর থানার এস আই ও মামলার তদন্তকারী অফিসার নিপুন মজুমদার জানান- সংশ্লিষ্ট কাজে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। সাথী ও উজ্জলকে কোর্ট হেফাজতে প্রেরণ করা হয়েছে।

ফকির আল মামুন সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি