সদরপুরে অগ্নিকান্ডে ঘরবাড়ি ভস্মীভূত প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি

সদরপুর (ফরিদপুর ) থেকে মোশাররফ হোসেনঃ ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের মুন্সীরচর বক্সডাঙ্গী গ্রামের শেখ শামসুল হকের বাড়িতে গত বুধবার বিকেলে এক অগ্নিকান্ডে প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, বিকেল অনুমান ৫টায় রান্না ঘর থেকে অগ্নিকান্ডে সুত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে বাড়ির ২টি বসতঘর ও একটি পাকঘর, জমি বিক্রয়ের নগত ৮০ হাজার টাকাসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত হওয়ার ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ঘটনা স্থান পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্থ পরিবারটির ৬ জন সদস্য খোলা আকাশের নীচে মানবেতর জীবন কাটাচ্ছে। বিষয় সম্পদ হারিয়ে পরিবারের গৃহকর্তা শেখ শামসুল হক পাগল প্রায়। আর্থিক সাহায্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছে।