প্রধান মেনু

‘সত্যের স্পর্ধিত উচ্চারণ’ গ্রন্থটি অসাধারণ সৃষ্টি – স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘সত্যের স্পর্ধিত উচ্চারণ’ গ্রন্থটি অসাধারণ সৃষ্টি। গ্রন্থটি জাতীয় সংসদে মঈন উদ্দীন খান বাদল এমপি’র বক্তব্যের সংকলন। জনগণের নিকট দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য তাঁর বক্তব্য অত্যন্ত নিপুণ, দরদ, ভালবাসা ও আবেগে ভরপুর বলে স্পিকার উল্লেখ করেন। তিনি বলেন, এ গ্রন্থটি সংসদীয় গণতন্ত্র শক্তিশালী ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজ জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বার্স ক্লাবে মঈন উদ্দীন খান বাদল রচিত ‘সত্যের স্পর্ধিত উচ্চারণ’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে এসব কথা বলেন।

স্পিকার বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদল দেশ, জনগণ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে সব সময় সরব থেকেছেন সংসদ কার্যক্রমে। অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সাথে তিনি জনগণের পক্ষে বক্তব্য রেখে চলেছেন সংসদে। জাতীয় সংসদে তাঁর বক্তব্য সংবলিত পুস্তিকা ভবিষ্যত প্রজন্মের জন্য উদাহরণ হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন। পরে স্পিকার গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।