প্রধান মেনু

সততা ও দক্ষতার সাথে কাজ করতে হবে – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন দেশের উন্নয়নে সততা ও পেশাগত দক্ষতার সাথে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন । প্রতিমন্ত্রী আজ ঢাকায় শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ২৪ ও ২৫ তম উন্নয়ন প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে এ আহ্বান জানান। ফরহাদ হোসেন বলেন, জনপ্রশাসনকে আরো দক্ষ ও জনবান্ধব করতে সরকার কাজ করে যাচ্ছে। প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেকে গড়ে তুলেই জনগণকে উন্নত সেবা প্রদান করা সম্ভব। তিনি বলেন, দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে সরকারি কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করতে হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর কাজী রওশন আক্তার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।