সকল মটর শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবী আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে- মোস্তাকুর রহমান মোস্তাক
সিরাজুল ইসলাম, স্টাফ রিপোর্টার:
দেশের সকল মটর শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের লক্ষ্যে মঙ্গলবার (২৫ ডিসেম্বর) রাজধানী মিরপুরের বর্ধনবাড়িতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্মমহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাকের অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সকল মটর শ্রমিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, সকল মটর শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবী আদায়ের জন্য ঐক্যবদ্ধ হতে হবে, মনে রাখতে হবে শ্রমিকরা আধুনিক সভ্যতা সুতিকাগার।
অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে তিনি সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসাইন মোঃ এরশাদ এর ডাকে সাড়া দিয়ে আগামী আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা – ১৪ আসনে লাঙ্গল প্রতিকে ভোটে দিয়ে তাকে নির্বাচিত করার জন্য আহব্বান জানান । এসময় আগামী ১লা জানুয়ারী জাতীয় পার্টির ৩২তম প্রতিষ্ঠা বার্ষিকীর রেলিতে স্বতঃস্ফূর্তভাবে সকলকে অংশগ্রহন করে সাফল্যমন্ডিত করার অভিপ্রায় ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানটিতে জাতীয় মটর শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটি সাধারন সম্পাদক মেহেদী হাসান শিপন, কেন্দ্রীয় নির্বাহী কমিটি জাতীয় মটর শ্রমিক পার্টির প্রচার সম্পাদক মোঃ জমিরুল হক লিটন, জাতীয় মটর শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দসহ অন্যান্য নেতৃবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় সদ্যগঠিত গাজীপুরের কাশিমপুর থানা জাতীয় মটর শ্রমিক পার্টির আহব্বায়ক শাহিন মিয়া ও সেক্রেটরি মানিক মিয়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্মমহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।