সকল বাধা অতিক্রম করে নারীদের এগিয়ে যেতে হবে—-সমাজকল্যাণ মন্ত্রী
ঢাকা, ১৫ আষাঢ় (২৯ জুন): সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সকল বাধা অতিক্রম করে নারীদের এগিয়ে যেতে হবে। আমাদের প্রত্যেকের মধ্যে আলো আছে। আমরা নিজেদের আলো খুঁজে পাই না। মন্ত্রী আজ রাজধানীর একটি হোটেলে ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩২৮ এর ডিস্ট্রিক্ট এসেম্বলি ২০২৪ এ প্রধান অতিথির বক্তৃতাকালে একথা বলেন।
মন্ত্রী বলেন, নারীদের জন্ম থেকে যেভাবে গড়ে তোলা হয় তা তাদের অনুকূলে নয়। নারীরা সমাজ ও পরিবারের নানা বিধি-নিষেধের মধ্যে বেড়ে উঠে। নারীদের মধ্যে যে আলো আছে তা দিয়ে তারা পৃথিবীকে আলোকিত করতে পারে, তারা নিজেরা আলোকিত হতে পারে, তা তাদের বুঝতে দেয়া হয় না। কেবল কীভাবে শেকল পরানো যায় তা নিয়ে তার চারপাশের লোকজন ব্যস্ত থাকে। এ শেকল ভেঙে নারীকে বের হয়ে আসতে হবে।
মন্ত্রী ইনার হুইলের কাজের প্রশংসা করে বলেন, এ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে সারা বিশ্বে স্বেচ্ছাসেবায় সুনামের সাথে কাজ করে যাচ্ছে। বাংলাদেশেও নারী শিক্ষা, স্বাস্থ্যসহ নারী উন্নয়নের নানা খাতে সংগঠনটি কাজ করছে।
মন্ত্রী নারী উন্নয়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে বলেন, নারী উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একটি পূর্ণাঙ্গ নারী উন্নয়ন নীতি প্রণয়ন করেছেন; যার মাধ্যমে নারীর শিক্ষা, স্বাস্থ্য, প্রজননের অধিকার নিশ্চিত করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির ডিস্ট্রিক্ট ৩২৮ এর চেয়ারম্যান শাহীনা রফিক।