সকল ছাত্র সমাজ কে লেখাপড়ার পাশাপাশি সোনার দেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে। এল জি আর ডি মন্ত্রী
সকল ছাত্র সমাজ কে শিক্ষার পাশাপাশি সোনার দেশ গড়ার কারিগড় হতে হবে, একটি দেশ ও জাতিকে ছাত্র সমাজ অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে ,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন শত্রু হাত থেকে এই দেশটা কে দেশের মানুষ কে বাচাঁনোর জন্য সারা দেশে আন্দলনের ডাক দিয়ে ছিলেন তখন সেই ডাকে এগিয়ে এসে এই ছাত্র সমাজ সাড়া দেশে আন্দলন গড়ে তুলে ছিল এবং বাংলার মানুষের জন্য স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এসে। ফরিদপুর শতবর্ষের ঐতিহ্যে লালিত সরকারী রাজেন্দ্র কলেজ –এর নব নির্বাচিত ছাত্র সংসদ (রুকসু) এর ২০১৬-২০১৭ এর অভিষেক অনুষ্ঠান প্রধান অতিথি মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আলহাজ¦ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি তিনি সকল ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে এই কথা বলেন।
এই সময় তিনি বি,এন, পির নেত্রীদৃন্দদের উদ্দেশ্যে বলেন বঙ্গবন্ধু কন্যা দেশ ও জনগনের সেবা করার জন্য তার পিতার আদর্শকে ব্যবহার করেছে এবং সাড়া বিশে^র কাছে এই বাংলাদেশ কে উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর বি এন পির নেত্রীবৃন্দরা সেটাকে নানান ভাবে রুখবার চেষ্টা করছে, তার প্রমান ইতি মধ্যে আপনারা তাদের আন্দলন নামে বিভিন্ন ভাবে নিরীহ মানুষ কে হত্যা করার মাধ্যমে দেখতে পেয়েছেন। আওয়ামী লীগ সরকার কখনো জালাও পোড়াও , হত্যার, রাজনীতি করে না, তারা সব সময় দেশের মানুষের উন্নয়নের কথা চিন্তা করে রাজনীতি করে। তাই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার কে জয়যুক্ত এই সকল অপকর্মে দাতঁ ভাঙ্গা জবাব দিতে হবে।
গতকাল সকালে ফরিদপুর সরকারী রাজেন্দ্র কলেজ মাঠ প্রঙ্গনে জাতীয় পতাকা উত্তেলন শান্তির প্রতীক পায়রা ও ১০ তলা বিশিষ্ট শতাব্দী ভবনের ভিক্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় , পরে অতিথিদের ফুলের শুভেচ্ছা জ্ঞাপন ও বরন, পবিত্র কোরআন তেলাওয়াত, স্বগত ভাষণ, নবনির্বাচিত সংসদ কর্মকর্তাদের শপথ গ্রহন,ক্রেস্ট বিতরনের মাধ্যমে শেষ হয় । সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও সরকারী রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসুর) সভাপতি প্রফেসর মোশার্রফ আলীর সভাপত্বিতে এই অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুরের গন মানুষের নেতা উন্নয়নের কারীগড় এল জি আর ডি মন্ত্রী আলহাজ¦ ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন ফরিদপুর ১ আসনের এমপি বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির যুগ্ন- সাধারণ সম্পাদক মোঃ আব্দর রহমান, সিরাজগঞ্জ২ আসনের এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত (মুন্ধসঢ়;œা),ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন মৃধা, ফরিদপুর পুলিশ সুপার(ভারপ্রাপ্ত) মোঃ জামাল পাশা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেসাম হোসেন বাবর, অন্যন্যাদের উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড ভোকেট সুবল চন্দ্র সাহা, শহর আওয়াশী লীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভী, কোতায়ালী থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা,সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন ও আওয়ামী লীগের সর্বস্তরের নেত্রী বৃন্দসহ সরকারী রাজেন্দ্র কলেজ রুকসুর সহ- সভাপতি ও কলেজের (বি,পি) মোঃ কাওসার আকন্দ, সাধারণ সম্পাদক ও (জি,এস) তামজীদুল রমীদ চৌদুরী রিয়ান ,সহ- সাধারণ সম্পাদক (এ,জি,এস) অমিত বিশ^াস অর্ক কলেজের সকল নবনির্বাচিত সদস্য প্রমূক।