প্রধান মেনু

সংস্কৃতচর্চা শিক্ষার্থীদের আদর্শ জীবন গঠনে অপরিহার্য

ঢাকা, ২৯ ফাল্গুন (১৩ মার্চ) : শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, খেলাধুলা ও সংস্কৃতচর্চা কোমলমতি শিক্ষার্থীদের উন্নত ও আদর্শ জীবন গঠনের জন্য অপরিহার্য। ছাত্রছাত্রীরা যাতে সহশিক্ষা কার্যক্রমে নিয়মিত অংশগ্রহণের সুযোগ পায় সেজন্য অভিভাবক ও শিক্ষকদের সচেতন থাকতে হবে।

প্রতিমন্ত্রী আজ ঢাকার মিরপুরে মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রতিষ্ঠানের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, মার্চ মাস আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস। এ মাসেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। একাত্তরের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদারবাহিনী এদেশের নিরস্ত্র জনগণের ওপর ঝাঁপিয়ে পড়লে জাতির পিতার আহ্বানে সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

তিনি বলেন, নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আগামী দিনে দেশের জনগণের কল্যাণ ও সেবায় কাজ করে যেতে হবে। তিনি শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।