সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার)-এর মৃত্যুতে ভূমিমন্ত্রীর শোক
ঢাকা, ৮ জ্যৈষ্ঠ (২২ মে): ঝিনাইদহ-৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ আনোয়ারুল আজীম (আনার)-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ।
আজ এক শোকবার্তায় মন্ত্রী বলেন, মরহুম মোঃ আনোয়ারুল আজীম একজন নিষ্ঠাবান, নিরলস ও তাঁর নিজ এলাকায় অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। দেশ ও জনগণের সেবায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।
শোকাহত ভূমিমন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
« শান্তি, সম্প্রীতি ও মানবতা প্রতিষ্ঠায় বুদ্ধের দর্শন হতে পারে মুক্তির পাথেয়—-ধর্মমন্ত্রী (পূর্বের খবর)