প্রধান মেনু

সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত

জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৭ উপলক্ষে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আজ জাতীয় সংসদ ভবন লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়। চিফ হুইপ আ স ম ফিরোজ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এ সময় উপস্থিত ছিলেন।
চিফ হুইপ বলেন, বর্তমানে বাংলাদেশ মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং এ বিরল অর্জনের পিছনে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা ও ঐকান্তিক প্রচেষ্টা রয়েছে। তিনি প্রকৃত মৎস্যচাষিদের সনাক্ত করে কার্ড প্রদান এবং নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞার সময়ে জেলেরা যাতে ভালভাবে জীবনযাপন করতে পারে সেজন্য সহজ শর্তে তাদেরকে ব্যাংকঋণ প্রদানের আহ্বান জানান। লেকে মোট ৫’শ কেজি পরিমাণের ৪ হাজার রুই, ৩ হাজার কাতলা এবং ৩ হাজার মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়।
হুইপ শহীদুজ্জামান সরকার এবং হুইপ ইকবালুর রহীমসহ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।