সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণ শপথ নিলেন
ঢাকা, ৮ ফাল্গুন (২০ ফেব্রুয়ারি) : একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যগণের শপথগ্রহণ অনুষ্ঠান আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের শপথকক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান।
প্রথম ধাপে স্পিকার বাংলাদেশ আওয়ামী লীগের ৪৩ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন এবং স্বতন্ত্র ১ জনসহ মোট ৪৫ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। দ্বিতীয় ধাপে তিনি জাতীয় পার্টির ৪ জন সংসদ সদস্যকে শপথবাক্য পাঠ করান। দুই ধাপে সর্বমোট ৪৯জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন। শপথগ্রহণ শেষে সংসদ সদস্যগণ শপথবইয়ে স্বাক্ষর করেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শপথ অনুষ্ঠান শুরু হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন গত ১৭ ফেব্রুয়ারি, ২০১৯ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন এর ৪৯ জন নির্বাচিত সংসদ সদস্যদের নাম এবং পূর্ণাঙ্গ ঠিকানা সংবলিত গেজেট নোটিফিকেশন প্রকাশ করে।
শপথ অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোঃ ফজলে রাব্বী মিয়া, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, হুইপ মোঃ আতিউর রহমান আতিক, হুইপ পঞ্চানন বিশ্বাস, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ সামশুল হক চৌধুরী এবং হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া শপথ অনুষ্ঠান সঞ্চালনা করেন। সংসদ সদস্যেগণের নির্বাচনি এলাকার নেতৃবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।