সংবাদপত্রের মাধ্যমে জাতি ও সরকার নিজেদের মধ্যে কথা বলে —স্পিকার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমৃত্যু জনগণের কল্যাণে নিবেদিত থেকে জনগণের জন্য নিজেকে উৎসর্গ করে গেছেন। দীর্ঘ ২৪ বছরের জেল জুলুম হুলিয়াকে উপেক্ষা করে বাঙালি জাতিকে উপহার দিয়েছিলেন স্বাধীনতার রক্তিম পতাকা। বিশ্বের মানচিত্রে সূচিত হয়েছিল সার্বভৌম বাংলাদেশ। রাজনৈতিক স্বাধীনতা অর্জনের পর তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি অর্জনের লক্ষ্যে নিরলস নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, যার লক্ষ্য ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ নির্মাণ।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা (সিডিজেফডি) আয়োজিত বার্ষিক সাধারণ সভা-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
স্পিকার বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়ার মাধ্যমে গণমাধ্যম সমাজের চিত্র প্রস্ফুটিত করে। লেখনির মাধ্যমে সাংবাদিক সমাজ যে দায়িত্ব পালন করেন তা অত্যন্ত গর্বের ও গৌরবের। মেধা ও দক্ষতা বিকশিত করে জনগণের কল্যাণে কাজ করে গেলে নানা বাধাবিপত্তি আসতে পারে সকল প্রতিকূলতার ঊর্ধ্বে উঠে সুপ্ত প্রতিভার বিকাশে এগিয়ে যেতে তিনি সাংবাদিক সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানান।
‘সংবাদপত্রের মাধ্যমে জাতি ও সরকার নিজেরা নিজেদের মধ্যে কথা বলে’ÑÑউক্তিটি উল্লেখ করে তিনি বলেন, ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামসহ জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরতে সাংবাদিক সমাজ ঝুঁকি নিয়ে কঠিন দায়িত্ববোধ ও দায়বদ্ধতা থেকে পেশাগত দায়িত্ব পালন করে যাচ্ছেন। গণতন্ত্রকে সুসংহত করতে সাংবাদিক সমাজ নির্ভীকভাবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক সমাজের অধিকারের বিষয়ে অত্যন্ত সচেতন। সরকার সাংবাদিক কল্যাণ ট্রাষ্ট গঠন করে দুস্থ ও অস্বচ্ছল সাংবাদিকদের সেবা প্রদান করে যাচ্ছে, যেখানে প্রতিবছর দুই থেকে তিন কোটি টাকা বরাদ্দ দেয়া হয়। এছাড়াও সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন ও বাস্তবায়নের প্রতিও রয়েছে তাঁর সজাগ দৃষ্টি।
তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি জাতিকে মাথা উঁচু করে বাঁচতে শিখিয়েছেন অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে পরিণত করেছেন উন্নয়নের রোল মডেলে। সে কারণে দায়িত্ববোধের জায়গা থেকে স্পিকার সকলকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আত্মনিয়োগ করার আহ্বান জানান।