প্রধান মেনু

সংখ্যালঘুর বাড়ি দখল নিয়ে সংঘর্ষ মন্দিরে আগুন গ্রেফতার- ২

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের সংখ্যালঘু পরিবার সুরেশ বিশ্বাসের বাড়ি দখল করে দোকান ঘর নির্মানে ঘটনা নিয়ে হামলা ,ভাংচুর গাছকাটা ও কালি মন্দিরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার সকাল অনুমান ৯টায় উক্ত ঘটনায় প্রতিপক্ষের হামলা ও মারপিটে পূর্ন গাইন (২৮), পরেশ বিশ্বাস (৩৫), ঝুনু রানী (৩০), নির্মল গাইন (২৮), সুরেশ বিশ্বাস (৫৫), সহ অন্তত ৫/৬ জন আহত হয়। আহতদের প্রাথামিক চিকিৎসা দেয়া হয়েছে । ভাঙ্গা থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনে ঘটনাস্থল থেকে পুলিশ ২ জনকে গ্রেফতার করছে।

সরেজমিনে তথ্য সংগ্রহকালে সুরেশ বিশ্বাসসহ ক্ষতি গ্রস্থ্ পরিবার জানান, একই গ্রামের আনিসুর রহমান লিটু হাওলাদার, হাফেজ হাওলাদার ও সুরুজ হাওলাদারের নেতৃত্বে প্রায় শতাধিক সশ¯্র লোকজন দেশীয় অস্ত্র নিয়ে গংদের বাড়ির পূর্ব পাশের রাস্তার ৮৬ নং খাটরা মৌজার সাবেক ৯২০ হাল ২২৮৩ নং দাগের ওপর দোকান ঘর নির্মান করতে আসে। এ সময় হিন্দুরা বাধা প্রদান করলে সন্ত্রাশীরা ঘরদরজা ভাংচুর অগ্নিসংযোগ করে লুটতরাজ চালায়। এ ব্যপারে ভাংগা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ছবি সংযুক্তঃ ভাঙ্গার খাটরা গ্রামের সুরেশ বিশ্বাসের বাড়ীর কালি মন্দিরে অগ্নিসংযোগের একাংশ-

(মোশাররফ হোসেন, সদরপুর, ফরিদপুর)



« (পূর্বের খবর)