শ্রীপুরে বাল্য বিবাহ ও মাদক বিরোধী বর্ণাঢ্য শোভাযাত্রা।
ইব্রাহিম মাহমুদ, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি।। শক্ত হাতে পথ ধরি বাল্য বিবাহ বন্ধ করি এই স্লোগান কে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে বাল্য বিবাহ ও মাদক বিরোধী বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শ্রীপুর নারী ও শিশু কল্যান সমিতির আয়োজনে শ্রীপুর চৌরাস্তা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। শোভাযাত্রায় নেতৃত্ব দেন নারী ও শিশু কল্যান সমিতির সভাপতি মো: মেহেদী হাসান আশিক। শোভাযাত্রা শেষে শ্রীপুর পৌরসভার অস্থায়ী কার্যালয়ে বাল্য বিবাহ ও মাদক বিরোধী আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্জ মো: আনিসুর রহমান, মহিলা কাউন্সিলর রোকেয়া প্রমূখ।
« পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণের উদ্বোধন রবিবার (পূর্বের খবর)
(পরের খবর) নিয়তির কাছে হার মেনে চলে গেলেন যাত্রিও ড্রাইভার । »