প্রধান মেনু

শ্রীপুরে প্রবাসীর বাড়ীতে প্রতিপক্ষের অগ্নিসংযোগ

 শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার ডোয়াইবাড়ী এলাকায় ইরাক প্রবাসী রফিকুল ইসলামের বাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। বিদেশে লোক পাঠানোকে কেন্দ্র করে প্রতিপক্ষরা অগ্নিসংযোগের এ ঘটনা ঘটায়।

এ ঘটনায় ডোয়াইবাড়ী এলাকার আবুল হাসেমের ছেলে মো. রফিক, মৃত গিয়াস উদ্দিনের ছেলে কমর উদ্দিন, মৃত ফজলুল হকের ছেলে আরিফ, বোরহান উদ্দিনের ছেলে হৃদয়সহ অজ্ঞাত কমপক্ষে পাঁচজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী মোছ: নূর জাহান বেগম বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন।

অভিযোগে জানা গেছে, অভিযুক্তদের আত্মীয়রা আমার মাধ্যমে বিদেশে যাওয়ার পর নিজেদের অক্ষমতার কারণে অর্থোপার্জনে ব্যার্থ হয়ে দেশে ফিরে আসে। এতে তারা তারা নিজেদের অক্ষমতাকে ঢেকে রাখতে আমাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করে। এসব নানা বিষয় নিয়ে আমাকে সপরিবারে হত্যা, বাড়িতে অগ্নিসংযোগ ও নানাভাবে খুন জখমের হুমকি প্রদান করে। এ নিয়ে ১ অক্টোবর সকাল ১০টার দিকে অভিযুক্তরা মোবাইল ফোনের মাধ্যমে গালিগালাজ করে। আমি এসবের প্রতিবাদ জানালে তারা নূর জাহান বেগমকে তার স্বামী ও পরিবারের সদস্যসহ খুন জখমের হুমকি প্রদান করে। এরই দু’দিন পর ২ অক্টোবর দিবাগত রাত ১টার দিকে রান্না ও গোয়াল ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দৌড়ে বাইরে বের হয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে রান্না ও গোয়ালঘর পুড়ে যায়।

এ ব্যাপারে শ্রীপুর থানার উপ- পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম মোল্লা জানান, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনা তদন্তাধীন ও আইনী প্রক্রিয়ায় রয়েছে।