শ্রমিক সংগঠনগুলোকে নিবন্ধন নিতে হবে – শ্রম প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন, গার্মেন্টস শিল্প এলাকায় শ্রমিক সংগঠনগুলোকে তাদের কার্যক্রম চালাতে হলে নিবন্ধন নিতে হবে। শ্রমিক সংগঠনগুলো এনজিও’র নামে নিবন্ধন নিয়ে কী কী কার্যক্রম চালাতে পারবে সে বিষয়ে খোঁজ নেয়া হবে।
প্রতিমন্ত্রী আজ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সম্মেলনকক্ষে গার্মেন্টস শিল্প বিষয়ক ক্রাইসিস ম্যানেজম্যান্ট কোর কমিটির ৩৪তম সভায় সভাপতির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন এনজিও’র নামে শ্রমিক সংগঠনগুলো যে নিবন্ধন নেয় সেখানে কী কী কার্যক্রমের বিষয়ে উল্লেখ থাকে জানতে চেয়ে এনজিও ব্যুরোকে পত্র প্রেরণ করা হবে।
সভায় শ্রমিক নেতৃবৃন্দ ১০ রোজার মধ্যে উৎসব ভাতা এবং ঈদুল ফিতরের আগে জুন মাসের অন্তত বিশ দিনের বেতন প্রদানের দাবি জানান। শ্রমিক সংগঠনের দাবির প্রেক্ষিতে মালিক পক্ষের প্রতিনিধিগণ এ বিষয়ে সম্মতি জানিয়েছেন। শ্রমিকরা যাতে ভালভাবে ঈদ উদ্যাপন করতে পারে এ বিষয়টি বিবেচনায় নিয়ে মালিক-শ্রমিক আলোচনার ভিত্তিতে সুষ্ঠ সমাধানের জন্য প্রতিমন্ত্রী উভয় পক্ষের প্রতি আহ্বান জানান।