প্রধান মেনু

শ্রমিক কল্যাণ তহবিলে বাটা সু কোম্পানির ৮৩ লাখ টাকা প্রদান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৮৩ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেছে। আজ বাংলাদেশ সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ মুজিবুল হকের সাথে সাক্ষাৎ করে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক চিটপান কানহাসিরি -এর নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধিদল কোম্পানির পক্ষে তাদের লভ্যাংশের ৮৩ লাখ ৫৯ হাজার ৩শ’ ৬৫ টাকার একটি চেক হস্তান্তর করেন। অনুষ্ঠানে শ্রম প্রতিমন্ত্রী বলেন, শ্রমিকদের কল্যাণে বাংলাদেশ শ্রম আইনের আলোকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল গঠন সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ।

এ আইনের আওতায় বিভিন্ন কোম্পানিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা বছর শেষে কোম্পানির লাভের ৫ শতাংশের ৮০ শতাংশ সমানভাবে ভাগ করে নেন। বাকি বিশ ভাগের ১০ শতাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে জমা দেন। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে বিভিন্ন কোম্পানির দেয়া বর্তমান জমার পরিমাণ ৩১২ কোটি টাকা। এ তহবিল থেকে নিয়মিত শ্রমিকদের দুর্ঘটনাজনিত মৃত্যু, পঙ্গুত্ব, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এবং শ্রমিকের সন্তানদের শিক্ষা সহায়তা দেয়া হচ্ছে। এতে শ্রমিকদের জীবন মান, কোম্পানির কর্মপরিবেশ উন্নত হচ্ছে এবং উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়ছে। চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. আনিসুল আউয়াল, বাটা সু কোম্পানি এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।