শৈলকুপায় ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার লাঙ্গলবাধ বাজার থেকে ৭ কেজি গাঁজাসহ ফজলুর রহমান (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১১ টায় লাঙ্গলবাধ বাজারের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে। আটককৃত ফজলুর রহমান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হিমসাতপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামান এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে মোটর সাইকেল যোগে এক মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ সমিরন বৈদ্য এর নেতৃত্বে এএসআই গোলাম মোস্তফা সংঙ্গীয় ফোর্স নিয়ে নিয়ে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তাকে আটক করে। এবিষয়ে শৈলকুপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।