শৈলকুপায় র্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার, ইয়াবা উদ্ধার
শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০১৮ঃ ঝিনাইদহের শৈলকুপায় র্যাবের অভিযানে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৬। ঝিনাইদহ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী এএসপি গোলাম মোর্শেদ এর নেতৃত্বে সোমবার সন্ধার সময় ঝিনাইদহ র্যাব ক্যাম্পের আভিযানিকদল নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটফাজিলপুর গ্রামের কেনালপাড়ার সাইফুনের মাছের ঘেরের উত্তর পার্শে¦ পাটখড়ি দিয়ে মোড়ানো একচালা টিনের ঘরের ভিতর থেকে জসিম বিশ্বাস (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জসিম হাটফাজিলপুর গ্রামের গোলাম মোস্তফা বিশ্বাসের ছেলে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর দখল থেকে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়। জসিম দীর্ঘদিন ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল বলে তিনি জানান। তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯ এর (১) টেবিলের ৯(খ) ধারার মামলা করা হয়।