শৈলকুপায় উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়পত্র জমা দিলেন ১২ জন প্রার্থী
শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ আগামী ২৪ মার্চ তৃতীয় ধাপের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের শৈলকুপায় উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১২জন প্রার্থী। এর মধ্যে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। এদের মধ্যে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারর্দার, স্বতন্ত্র প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা এম. হাকিম আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫জন। এরা হলো উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ শামীম হোসেন মোল্লা, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের সভাপতি জাহিদুন্নবী কালু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি স,ম রানাউজ্জামান বাদশা, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ ও কেসি কলেজের সাবেক ছাত্রনেতা মোঃ শিহাবুজ্জামান শিহাব মোল্লা।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন। এরা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা নাসরিন লিপি, পৌর কাউন্সিলর নিলুফা ইয়াসমিন, শাফিয়া খাতুন ও রীনা পারভিন। প্রার্থীরা দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মশিউর রহমানের হাতে মনোনয়নপত্র তুলে দেন। উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ ২৪ মার্চ অনুষ্ঠিত হবে।