শৈলকুপায় আ’লীগের দু‘গ্রুপের সংঘর্ষে মহিলাসহ ১০জন আহত : ৭টি বাড়ীসহ দোকান ভাংচুর
শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধিঃ ০৫জুলাই ২০১৮ঃ সামাজিক অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় আ’লীগের দু’গ্রুপের সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। এসময় ভাংচুর করা হয়েছে ৭টি বাড়ীসহ দোকানঘর। বৃহ¯প্রতিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা ঘটে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা-হরিণাকুন্ডু সার্কেল)তারেক আল মেহেদি জানান, দীর্ঘদিন ধরে উমেদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাব্দার হোসেন মোল্লা এবং স্বেচ্ছাসেবকলীগ নেতা পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবুলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।গত শুক্রবার মিজানুর রহমান বাবুলের সমর্থক রয়েড়া দক্ষিণ পাড়া গ্রামের কয়েকজন ব্যক্তি সাব্দার হোসেন মোল্যার গ্রুপে যোগদান করে।
এ ঘটনার পর থেকে ওই গ্রামে উত্তেজনা চলে আসছিল।এরই জের ধরে বৃহ¯প্রতিবার সকালে রয়েড়া গ্রামে উভয় গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে রয়েড়া গ্রামের আফজাল (৪৬) ,আফান (৩৭), দুলাল (২৪), আজাহার (৪৩), সাইদুল ইসলামের স্ত্রী মঞ্জুরা (৩০) ও দুলালের স্ত্রী রুপিয়া বেগম(৫০) সহ অন্তত ১০ জন আহত হয়। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এছাড়া ওই গ্রামের জমির, আতিয়ার, বাবলু, জাফর, দবির, মান্নান ও নুর মিয়ার দোকানসহ বাড়ীঘর ভাংচুর করে সংঘর্ষকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।