প্রধান মেনু

শৈলকুপায় আ’লীগের  দুই গুরুপের  সংঘর্ষ, আহত ২০

শামীমুল ইসলাম শামীম,ঝিনাইদহ প্রতিনিধি ০৭জুলাই ২০১৮ঃ ঝিনাইদহের শৈলকুপার ভাটবাড়িয়া গ্রামে আ’লীগের দুই গুরুপের  রাজনৈতিক আধিপত্ত বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সারুটিয়া ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে। আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ সদর হসাপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর ৫ জনকে ফরিদপুর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যান্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন  গুরুপের  রানা মিয়া ও আজিজুল হক মেম্বরের সমর্থিত রেজাউল ইসলাম গ্রুপের মধ্যে এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শনিবার সকালে ভাটবাড়িয়া, তেঘড়িয়া, নাদপাড়া ও ভুলন্দিয়া গ্রামের উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সংঘর্ষে ভাটবাড়িয়া গ্রামের লালচাঁদ, রেজাউল, আমবিয়া, মোক্তার, আক্তার, জামাল, মনিরুল, আনছার, রিপন, গোলাম নবী, শাহিন, রাসেল, আনোয়ার, রফি উদ্দিন, ইমরান, মশিউর, আক্তারুজ্জামান, মর্জিনা, বদরুজ্জামান, হিরক, রায়হান, রিয়াজুলসহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন জানান, রাজনৈতিক  আধিপত্য বিস্তারকে কেন্দ্রকরে সারুটিয়া ইউনিয়নে দীর্ঘদিন আওয়ামীলীগের দুই গ্রুপের সমর্থকদের মাঝে দ্বন্দ চলে আসছিল। শনিবার সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এলাকায় পুলিশ মোতায়েন করায় বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে শৈলকুপা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।