শেরে বাংলা ছিলেন বাংলার মানুষের হৃদয়ের একটি নাম-শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি জনতার হৃদয়ের একটি নাম। ব্রিটিশ আমলে পিছিয়ে পড়া মুসলিম সমাজের জন্য শিক্ষার দুয়ার উন্মোচিত করে তিনি মুসলমানদের সামাজিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। ১৯৪০ সালে তাঁর দেয়া লাহোর প্রস্তাবের ভিত্তিতেই পরবর্তীকালে বাঙালিদের জন্য পৃথক রাষ্ট্র গঠনের চিন্তা জোরদার হয়েছে। কর্মের মাধ্যমে শেরে বাংলা বাঙালি জাতির মধ্যে চিরকাল বেঁচে থাকবেন।
শিল্পমন্ত্রী আজ ব্রিটিশ ভারতের গণমানুষের নেতা ও অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা একে ফজলুল হকের ১৪৪তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কবি সুফিয়া কামাল মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জাদুঘর আজ এ অনুষ্ঠান আয়োজন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সচিব মোঃ শওকত নবী। এতে দৈনিক যুগান্তর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, ১৯৪৭ থেকে ১৯৫৬ পর্যন্ত তৎকালীন পূর্ব বাংলার উন্নয়নে কোনো উদ্যোগ নেয়া হয়নি। ১৯৫৬ সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৫৮ সালের মধ্যেই এদেশের উন্নয়নে অনেক প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল। বাংলাদেশ সৃষ্টির পর এদেশের উন্নয়নে যা কিছু হয়েছে, তাও আওয়ামী লীগ সরকার করেছে। এখনও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে তাঁর আত্মাকে শান্তি দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনা মনে করেন বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে ব্যর্থ হলে তাঁকে ইতিহাসে আসামীর কাঠগড়ায় দাঁড়াতে হবে। এ দায়বোধই অন্য সরকারপ্রধানের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের তফাৎ বলে তিনি মন্তব্য করেন।