‘শেখ হাসিনা দুর্নীতিবাজ কাউকে নৌকার মাঝি বানাবে না’ ভাঙ্গায় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ- ‘শেখ হাসিনা দুর্নীতিবাজ কাউকে নৌকার মাঝি বানাবে না। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হলে আম, জাম, কাঁঠালে ভোট দিলে হবে না। দিতে হবে নৌকায়। নৌকায় ভোট দিলেই উন্নয়ন হবে।’
আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ গতকাল বুধবার (৩ অক্টোবর) বিকালে ভাঙ্গা সরকারি কেএম কলেজ মাঠে ভাঙ্গা পৌর আওয়ামীলীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দিতে গিয়ে এ কথা বলেন। তিনি ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরীর কঠোর সমালোচনা করে বলেন, ‘তার আমলে গত ৫ বছরে ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসনে মাদকের উন্নয়ন হয়েছে।
আজকে এ এলাকার আনাচে কানাচে মাদক।’ ভাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবু ফয়েজ মোঃ রেজার সভাপতিত্বে সভায় ভাঙ্গা পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শাহেব আলী মাতুব্বর স্বতন্ত্র সাংসদের পক্ষ ত্যাগ করে কাজী জাফরউল্লাহর হাতে ফুলের নৌকা তুলে দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। কাজী জাফরউল্লাহ বলেন, শেখ হাসিনার কাছে জাদুর কাঠি আছে। বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি নয়। শেখ হাসিনার নেতৃত্বে
এগিয়ে যাচ্ছে দেশ।