শেখ হাসিনা অর্থনৈতিক মুক্তি দিয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গবন্ধু বলেছেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছেন কিন্তু অর্থনৈতিক মুক্তি দিতে পারেন নাই। তার কন্যা জীবীত ছিলেন বলেই এদেশের মানুষকে অর্থনৈতিক মুক্তি এনে দিতে পেরেছেন। সারাদেশে বিদ্যুৎ পৌছে যাওয়ায় গ্রামেগঞ্জে মিল কারখানা তৈরী হয়েছে। আর এ কারনে দেশ অর্থনৈতিক উন্নয়নের দিকে এগিয়ে গেছে। গতকাল সকালে পটুয়াখালীর বাউফলে ৮টি গ্রামের ১২১৮ জন গ্রাহকের মধ্যে ৩০ কিলোমিটার বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন ও ৩৬ লক্ষ টাকা ব্যয়ে ডালিমা আবদুস সালাম মৃধা মাধ্যমিক বিদ্যালয়ের চার ৩লা ভবন উদ্বোধন অনুষ্ঠানে সরকার দলীয় চিফ হুইপ আসম ফিরোজ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে সভাপত্বিতে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাধক আঃ মোতালেব হাওলাদার, পজলাপল্লী বিদ্যুৎ ডিজিএম এক আজাদ, স্কুল প্রতিষ্ঠাতা আবদুস সালাম মিয়া ও নাজিরপুর ইউপি চেয়ারম্যান ইব্রাহিম ফারুক ও বাউফল থানার ওসি মনিরুল ইসলাম ।