শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বেই সম্ভব হয়েছে ব্যাপক উন্নয়ন — ভূমিমন্ত্রী
ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বের কারণেই দেশব্যাপী ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি বলেন, একসময় বাংলাদেশের বাজেট শুরু হয়েছিল ৭০০ কোটি টাকায়। আজ একটি উপজেলা শহর ঈশ্বরদীতেই ১ লাখ ৩০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
এছাড়া পদ্মা সেতুও বাংলাদেশের নিজস্ব অর্থায়নে নির্মিত হচ্ছে। দেশের উন্নয়নের মাপকাঠি এ দুটো দিয়েই হিসাব করলে জানা যায়। এছাড়া বেজা, ইপিজেড, নতুন অর্থনৈতিক অঞ্চল, সামাজিক বনায়ন, ইকো পার্ক, ফ্লাইওভার, চার লেন সড়ক, ৩০০ ফিট রাস্তা এসবতো আছেই।
মন্ত্রী আজ পাবনার ঈশ্বরদী উপজেলা চত্বরে আয়োজিত চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা ২০১৮ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরো বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশের মাথাপিছু আয়, শিক্ষার হার, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, আশ্রয়ণ প্রকল্প, বিনিয়োগ বিকাশ, একটি বাড়ি একটি খামার, নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ সুরক্ষা প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের চিত্রও দেশব্যাপী তুলে ধরা হলো এ চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায়।
মন্ত্রী ঈশ্বরদী উন্নয়ন মেলায় অংশ নেওয়া ৬২টি স্টল থেকে ৯টি স্টল নির্মাণকারী প্রতিষ্ঠানকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচন করে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।